, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চেনা রূপে ফিরেছেন সাকিব আল হাসান।

  • প্রকাশের সময় : ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩ পড়া হয়েছে
সিপিএল ২০২৫ এলিমিনেটর ম্যাচে চেনা রূপে ফিরেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে রীতিমতো ঝড় তোলেন। তার ঝড়ো ইনিংসের ফলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স ১৬৬ রানের সংগ্রহ করতে সক্ষম হয়।

সাকিব ব্যাট হাতে নেমেছিলেন ম্যাচের শেষের দিকে, ষষ্ঠ অবস্থান থেকে। ১৮তম ওভারের দ্বিতীয় বলে উইকেটে আসেন তিনি। এরপর সাকিব নিজের রূপ দেখান, আর সঙ্গীরা কেবল তাকে পাশে থেকে সমর্থন দেন।

সাকিব শুরুতেই চড়াও হন সুনীল নারাইনের ওপর। মাত্র ৫ বলে তিনি তুলে নেন ১৮ রান, যার মধ্যে রয়েছে ৩টি চার এবং একটি ছক্কা। এরপরও তিনি নিজের ঝড় চালিয়ে যান, শেষ পর্যন্ত ৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

এর আগে ফ্যালকনসের ইনিংস সামলিয়েছেন আমির জাঙ্গু ও আন্দ্রিস গুস। দুজনই ফিফটির দেখা পান। আমির ৪৯ বলে ৫৫ রান করেন, আর গুস ৪৫ বলে ৬১ রান তোলেন। দ্বিতীয় উইকেটে তাদের জুটি ১০৮ রান যোগ করে।

তাদের অবদান সত্ত্বেও দলের মোট সংগ্রহ ১৬৬ রানের বেশি হয়নি। কারণ বাকি সব ব্যাটসম্যান, ফাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, উসামা মিরসহ, আউট হয়েছেন দুই অঙ্কের রান করার আগেই। তাই সাকিবের ঝড়ো ইনিংসের পরও অ্যান্টিগা থামতে হয়েছে সীমিত পুঁজি নিয়ে।

 

জনপ্রিয়

চেনা রূপে ফিরেছেন সাকিব আল হাসান।

প্রকাশের সময় : ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
সিপিএল ২০২৫ এলিমিনেটর ম্যাচে চেনা রূপে ফিরেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে রীতিমতো ঝড় তোলেন। তার ঝড়ো ইনিংসের ফলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স ১৬৬ রানের সংগ্রহ করতে সক্ষম হয়।

সাকিব ব্যাট হাতে নেমেছিলেন ম্যাচের শেষের দিকে, ষষ্ঠ অবস্থান থেকে। ১৮তম ওভারের দ্বিতীয় বলে উইকেটে আসেন তিনি। এরপর সাকিব নিজের রূপ দেখান, আর সঙ্গীরা কেবল তাকে পাশে থেকে সমর্থন দেন।

সাকিব শুরুতেই চড়াও হন সুনীল নারাইনের ওপর। মাত্র ৫ বলে তিনি তুলে নেন ১৮ রান, যার মধ্যে রয়েছে ৩টি চার এবং একটি ছক্কা। এরপরও তিনি নিজের ঝড় চালিয়ে যান, শেষ পর্যন্ত ৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

এর আগে ফ্যালকনসের ইনিংস সামলিয়েছেন আমির জাঙ্গু ও আন্দ্রিস গুস। দুজনই ফিফটির দেখা পান। আমির ৪৯ বলে ৫৫ রান করেন, আর গুস ৪৫ বলে ৬১ রান তোলেন। দ্বিতীয় উইকেটে তাদের জুটি ১০৮ রান যোগ করে।

তাদের অবদান সত্ত্বেও দলের মোট সংগ্রহ ১৬৬ রানের বেশি হয়নি। কারণ বাকি সব ব্যাটসম্যান, ফাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, উসামা মিরসহ, আউট হয়েছেন দুই অঙ্কের রান করার আগেই। তাই সাকিবের ঝড়ো ইনিংসের পরও অ্যান্টিগা থামতে হয়েছে সীমিত পুঁজি নিয়ে।