এই আকস্মিক দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন।বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপষ্টো ড. মুহাম্ম ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি জানিয়েছে।
বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল সোমবার তথ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতরে প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে আজ মঙ্গলবার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম তার ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা দেন।
এ ঘটনায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত দুর্ঘটনায় হতাহতদের সহযোগিতায় জামায়াতে ইসলামী ২৪ ঘণ্টা প্রস্তুত আছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। গতকাল সোমবার বিকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ফলে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদল। ইইউ প্রতিনিধিদল এক শোকবার্তায় বলেছে, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ দুর্ঘটনায় নিহত, তাদের পরিবারবর্গ এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ বার্তায় আরও উল্লেখ করা হয়, ‘আমাদের হƒদয় শোকাহতÑআমরা নিহত ও ক্ষতিগ্রস্তদের পাশে আছি।
আমাদের ঠিকানা।