বিকডা সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে আইসিডিগুলো আমদানি-রপ্তানি বাণিজ্যের কনটেইনার হ্যান্ডলিং করে আসছে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, ব্যাংক সুদের হার বৃদ্ধি, যন্ত্রপাতির ক্রয় ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধিসহ ক্রমবর্ধমান ব্যয় বেড়ে যাওয়ায় পূর্বের হারে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই আগামী ১ সেপ্টেম্বর থেকে রপ্তানি পণ্যবোঝাই কনটেনারের ক্ষেত্রে স্টাফিংয়ে ৬০ শতাংশ এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৩০ শতাংশ দর বৃদ্ধি করে ১ সেপ্টেম্বর থেকে নতুন হারে চার্জ আদায় করা হবে। এ নতুন হার অনুযায়ী ২০ ফুট কনটেইনারের ক্ষেত্রে প্যাকেজ চার্জ নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯০০ টাকা, ৪০ ফুট কনটেইনারের জন্য ১৩ হাজার ২০০ টাকা এবং ৪০-৪৫ ফুট কনটেইনারের জন্য ১৪ হাজার ৯০০ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে। খালি কনটেইনারের হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও চার্জ বাড়ানোর কথা রয়েছে। এতে গ্রাউন্ড রেন্ট ২০ ফুট কনটেইনারের জন্য ১৫০ টাকা, ৪০ ফুট কনটেইনারের জন্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরিবহন চার্জ নির্ধারণ করা হয়েছে ২০ ফুট কনটেইনারের জন্য আড়াই হাজার টাকা, ৪০ ফুট ও ৪৫ ফুটে ৫ হাজার টাকা, সর্বপ্রকার কনটেইনারের ডকুমেন্টেশন ফি সাড়ে চারশ টাকা। লিফটুঅন/লিফটুঅফ সাড়ে ৭০০ টাকা। এছাড়া ভিজিএম চার্জ, শ্রমিক খরচ, প্লাগ-ইন ফি, জিওএইচ চার্জ, কার্গো ও অন্যান্য সেবার ক্ষেত্রেও চার্জ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বিকডা।
বর্তমানে প্যাকেজ চার্জ (স্টাফিং থেকে বন্দরে প্রেরণ পর্যন্ত) ২০ ফুট কনটেইনারের জন্য ছয় হাজার ১৮৭ টাকা, ৪০ ফুট এবং ৪৫ ফুট কনটেইনারের জন্য আট হাজার ২৫০ টাকা, গ্রাউন্ড ভাড়া (প্রতিদিন) ২০ ফুট কনটেইনারের জন্য ১১৫ টাকা ৪০ ও ৪৫ ফুট কনটেইনারের ক্ষেত্রে ২৩০ টাকা আদায় করা হয়।
আমাদের ঠিকানা।