খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি শুনেছি৷ আমি দেখি নাই৷ সুনির্দিষ্ট বিষয়ে চট্টগ্রাম সফরে এসেছি। দুর্গাপূজা যাতে সবাই মিলেমিশে উৎসব আনন্দে উদযাপন করতে পারি এটাই আমাদের এখনকার মিশন৷ পার্বত্য চট্টগ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে৷ সেখানকার স্থানীয় প্রশাসন আছেন তারা স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করে এ বিষয়ে যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে —এমন কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক৷
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন,আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী এই ধরণের কোনো নির্বাচন হবে না৷ আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলবো৷
এ সময় তিনি বলেন,নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে৷ নির্বাচন কমিশন এবং সরকার সবাই আমরা উদগ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য৷ যাতে নির্বাচনের দিকে ইতোমধ্যে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি৷ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে৷ কারণ আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী এই ধরণের কোনো নির্বাচন হবে না৷ আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলবো৷ জনগণের প্রত্যাশা নিঃসংকোচে নিজের ভোটাধিকার প্রয়োগ করা সেটাই নিশ্চিত হবে৷
এসময় পরিদর্শনে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে প্রমূখ।
আমাদের ঠিকানা।












