বন্দরের ঝাউতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেনকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।সিএমপি কমিশনার হাসিব আজিজের আদেশে আজ বৃহস্পতিবার এই প্রত্যাহারের ঘোষণা দেন।
নগরীর খুলশী থানার ওসি তদন্ত মোস্তফা কামাল জানান, ওসি আফতাব খুলশী থানায় সাড়ে চার মাস দায়িত্ব পালন করেছেন। তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ তিনি জানেন না।সিএমপির সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
আমাদের ঠিকানা।