
চট্টগ্রামে VLSI ডিজাইন শিক্ষায় জনশক্তি গড়তে SMDP প্রোগ্রাম চালু।
নিজস্ব প্রতিবেদক।
রবিবার ২০ জুলাই ২০২৫
বাংলাদেশে প্রথমবারের মতো VLSI (ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড) সার্কিট ডিজাইন শিক্ষায় দক্ষ জনশক্তি গড়তে বিশেষ জনশক্তি উন্নয়ন প্রোগ্রাম (SMDP) চালু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান sBIT Inc এবং Cadence।গতকাল শনিবার (১৯ জুলাই) চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে এই প্রোগ্রামের উদ্বোধন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. জাহাঙ্গীর দেওয়ান, প্রেসিডেন্ট ও সিইও, sBIT Inc (USA) এবং sBIT Ltd (বাংলাদেশ)। তিনি বলেন, “বিশ্বমানের রিসোর্স ও সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে VLSI শিক্ষা বিস্তার এবং ইন্ডাস্ট্রি রেডি ইঞ্জিনিয়ার তৈরি করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, চেয়ারম্যান, আইইবি চট্টগ্রাম কেন্দ্র। সঞ্চালনা করেন প্রকৌশলী খান মো. আমিনুর রহমান, সম্মানী সম্পাদক, আইইবি চট্টগ্রাম কেন্দ্র।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।
এতে আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী রফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান (এডমিন, প্রফেশনাল এন্ড এসডব্লিউ), আইইবি চট্টগ্রাম কেন্দ্র, প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি), আইইবি চট্টগ্রাম কেন্দ্র, মাওলানা মুহাম্মদ আবু তাহের, ইমাম, আইইবি চট্টগ্রাম কেন্দ্র, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রযুক্তি খাতের উদ্যোক্তারা।
অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ, স্বাগত বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন হয়। প্রবন্ধ শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ড. জাহাঙ্গীর দেওয়ানকে ক্রেস্ট প্রদান করা হয়।
সেমিনারে জানানো হয়, sBIT-Cadence এর SMDP প্রোগ্রামের আওতায় বিশ্ববিদ্যালয়গুলোতে VLSI ডিজাইন ল্যাব, প্রশিক্ষণ, ক্যাডেন্স টুল ব্যবহারের সুযোগ এবং হাতে-কলমে শেখার পরিবেশ তৈরি হবে। শিক্ষার্থীরা চিপ থেকে সিস্টেম ডিজাইন পর্যন্ত কাজ শিখতে পারবে। এছাড়া VLSI ডিজাইন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং (AIML) ব্যবহার শেখানো হবে।বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি করবে।
আমাদের ঠিকানা।