যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাযৌথভাবে২০২৬ ফুটবল বিশ্বকাপেরআয়োজক।আসর শুরু হতে এখনো ১০ মাস বাকিথাকলেওইতোমধ্যেসর্বোচ্চ বিশ্বকাপ জয়ী ব্রাজিলের ফুটবলভক্তদের জন্যএকটি আশঙ্কাসামনেএসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা নিষিদ্ধকরার বিষয়ে চিন্তা করছেনবলেজানিয়েছেসিএনএন। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, তবে বিপুলসংখ্যক ব্রাজিলীয় ফুটবলপ্রেমীর বিশ্বকাপে সরাসরি খেলা দেখার স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াবে এটি।
সিএনএনের সাংবাদিক লৌরিভাল সানআনা তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, গত সপ্তাহে ব্রাজিলীয় কিছু পার্লামেন্টমেম্বার ওয়াশিংটন সফরের সময়ই কড়া ভিসা শর্তের মুখে পড়েন। এরপর থেকেই সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আসে।
ট্রাম্পের এমন পদক্ষেপের পেছনে কারণ হিসেবে দেখানো হচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল সরকারের মধ্যে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা। আর এ উত্তেজনার রেশ গিয়ে ঠেকতে পারে সাধারণ দর্শকদের ওপর।
যদি ট্রাম্প প্রশাসন সত্যিই ভিসা নিষিদ্ধ করে, তবে ইরানের পর ব্রাজিল হবে দ্বিতীয় দেশ, যার সমর্থকেরা মাঠে বসে বিশ্বকাপ উপভোগে বাধার মুখে পড়বে।
এর আগে গত জুনে নিরাপত্তার কারণ দেখিয়ে ইরানের সাধারণ নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। যদিও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে আসা খেলোয়াড় ও কোচদের ক্ষেত্রে সে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।দিকে, এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্রাজিল সরকার কিংবা ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিষয়টি আরও স্পষ্ট হবে বলেই ধারণা করা হচ্ছে।
আমাদের ঠিকানা