নিজস্ব প্রতিবেদক।
সোমবার ০৪ আগস্ট ২০২৫
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তার স্ত্রীর বিরুদ্ধে দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশ (দুদক)। রোববার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলা দু’টি দায়ের করা হয়। বীর বাহাদুর বান্দরবানের সাবেক এমপিও ছিলেন।
এজাহারে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ কোটি ১৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামের ১৩টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৬ লাখ টাকা জমা এবং ২৬ কোটি ২৪ লাখ টাকা উত্তোলনসহ মোট ৫৮ কোটি ৪০ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
স্ত্রীর বিরুদ্ধে মামলা:
সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংয়ের স্ত্রী মে হ্লা প্রু এর বিরুদ্ধ ৩ কোটি ৩৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অহর্জনের অভিযোগে মামলা করা হয়। তার নামের ৬টি ব্যাংক হিসাবে ৬টি ব্যাংক হিসাবে ৯ কোটি ৩০ লাখ টাকা জমা এবং ৬ কোটি ২৮ লাখ টাকা উত্তোলনসহ মোট ১৫কোটি ৫৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়।
আমাদের ঠিকানা।