ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আরও এক মার্কিন নাগরিক নিহত হয়েছে। নিহত ৪০ বছর বয়সী খামিস আয়াদের আত্মীয়স্বজন গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন, তিনি একজন আমেরিকান নাগরিক ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) রামাল্লাহর উত্তরে সিলওয়াদ শহরে তাকে হত্যা করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় নিহত এক মার্কিন নাগরিকের পরিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে ঘটনার নিজস্ব তদন্ত করার আহ্বান জানিয়েছে। এ মামলায় ন্যায়বিচারের দাবি জানিয়ে তারা মার্কিন প্রশাসনের কাছে বার্তা পাঠিয়েছে।
৫ সন্তানের জনক এবং শিকাগোর প্রাক্তন বাসিন্দা আয়াদ। এ নিয়ে জুলাই মাসে পশ্চিম তীরে দ্বিতীয় মার্কিন নাগরিক নিহত হলেন। ওই মাসের শুরুতে সিলওয়াদের প্রতিবেশী শহর সিনজিলে ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসালেটকে পিটিয়ে হত্যা করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
আয়াদের আত্মীয়দের সমবেদনা জানিয়েছেন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের শিকাগো চ্যাপ্টারের অপারেশনস কোঅর্ডিনেটর উইলিয়াম আসফোর। তিনি এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে বর্ণনা করেছেন।আসফোর বলেন, ‘আমরা মার্কিন বিচার বিভাগের কাছে পূর্ণ তদন্ত দাবি করছি। একজন আমেরিকান নাগরিক নিহত হয়েছেন। জবাবদিহিতা কোথায়?’
নিহতের চাচাতো ভাই মাহমুদ ইসার মতে, ‘বৃহস্পতিবার ভোরের দিকে বসতি স্থাপনকারীরা আয়াদের বাড়ির বাইরে গাড়িতে আগুন দেয়।
আয়াদ আগুন নেভানোর জন্য ঘুম থেকে ওঠে বাইরে যান। কিন্তু তারপর ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তার দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ শুরু করে।
জ্বলন্ত গাড়ির ধোঁয়া ও টিয়ার গ্যাসে সৃষ্ট শ্বাসকষ্টে আয়াদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
আমাদের ঠিকানা।