প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৯:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ১০:০৪ পি.এম
স্ত্রীসহ সাবেক এমপি আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা।
নিউজ ডেস্ক।
অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার স্ত্রী সাদিয়া সাবার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।
আজ সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. আবুল কালাম আজাদ এবং হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজ পরিচালক (প্রশাসন) ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগটি অনুসন্ধানকালে আজাদ এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় এবং তার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ রয়েছে মর্মে গোপন সূত্রে জানা যায় যায়।
আবুল কালাম আজাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি/প্রতিষ্ঠানগুলোর নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করত বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
আমাদের ঠিকানা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত