
সৈয়দ মসউদ উল্লাহ মাষ্টার স্মৃতি গোল্ডকাপ
টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল।
কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫
উত্তর চট্টলার ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলার একমাত্র ক্লাব চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের অনুমোদনপ্রাপ্ত সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান “মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি” কর্তৃক আয়োজিত সংগঠনের সাবেক সভাপতি ও আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম’র
পৃষ্ঠপোষকতায় সৈয়দ মসউদ উল্লাহ মাস্টার স্মৃতি গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা আগামী ১১ অক্টোবর’২৫ রোজ রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা-হাটহাজারী উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, ক্রীড়ানুরাগী, সমাজ সেবক, মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত ফাইনাল খেলায় চট্টগ্রাম দুই শক্তিশালী দল মরহুম হাজী বদিউর রহমান কোম্পানী স্মৃতি ফুটবল একাদশ এবং নাজির হাট তরুণ সমাজ কল্যাণ সংঘ ফুটবল একাদশ অংশগ্রহণ করবে। উল্লেখ্য যে, উত্তর চট্টগ্রামের এই বৃহৎ টুর্ণামেন্টে ১৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে।
উক্ত ফাইনাল খেলায় যথাসময়ে উভয় দল ও সমর্থক সহ ক্রীড়ামুদি দর্শকবৃন্দকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্টু এবং টুর্ণামেন্ট কমিটির সচিব কাজী রবিউল হোসেন রবি আহ্বান জানিয়েছেন।
আমাদের ঠিকানা।










