
নিউজ ডেস্ক।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে ৫ জন নারী-পুরুষ ও শিশুকে ফেরত পাঠালেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।আজ বুধবার দুপুরে আটক বাংলাদেশি নাগরিকদের কয়া সীমান্তের ২৭১/৫৪ পিলার এলাকায় বিজিবির হাতে তুলে দেন বিএসএফ।
দেশে ফেরত আসা ব্যক্তিরা হলেন, খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল (৩০), মুরাদের স্ত্রী সাগরিকা বেগম (২৫), মুরাদের ২য় ছেলে রমজান মোড়ল (৮), মো. মুসকান মোড়ল (৫) এবং মেয়ে মোছা. আমেনা মোড়ল (২)।জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মো. আরিফুর দৌলা প্রেস বিজ্ঞপ্তিতে জানান।এদিকে কয়া ক্যাম্প কমান্ডার সু্বেদার আলাউদ্দিন জানায়, মঙ্গলবার রাতে কয়া সীমান্তের ৩৫০ গজ অভ্যন্তরে ২৭১ মেইন পিলালের ৫৪ এস পিলার এলাকায় বৃষ্টির মধ্যেই তাদেরকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফের সাথে যোগাযোগ করি। বিজিবি-বিএসএফ সমঝোতায় তাদেরকে বিজিবির তুলে দেন। পর তাদেরকে আটক করে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।
পাঁচবিবি থানার ওসি মো. ময়নুল ইসলাম জানান, বিজিবি ৫ জন শিশু নারী পুরুষ থানায় জমা দিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা জানায়, ভারতে চিকিৎসা শেষে দেশে আসার সময় বিএসএফ তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে।
আমাদের ঠিকানা।