প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ৭:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১১:৫৬ পি.এম
বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী গুলিবিদ্ধ।
বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী গুলিবিদ্ধ।
বক্ষব্যাধি হাসপাতালের ভিতরে চতুর্থ শ্রেনীর অফিস ক্লাবের সামনে দুবৃত্তের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তিনি বক্ষব্যধি হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারী এবং কর্মচারীদের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আজ শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর অফিসের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জামাল হোসেনের ভাই জসিম উদ্দিন বলেন, তার ভাই জামাল কমেডি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী। এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। থাকেন বক্ষব্যধি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে। রাতে চতুর্থ শ্রেণীর অফিসের সামনে দুজন ব্যক্তি মাস্ক পরিহিত তার ভাইয়ের মাথায় গুলি করে চলে যায়। পরে জানতে পেরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, ‘সামনে হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নির্বাচন। আমার ভাই আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু কিছু লোক নির্বাচন না করতে ফোন হুমকি দিচ্ছিলেন। আজকে আমজর ভাইকে গুলি করেছে।
আমাদের ঠিকানা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত