বাঁশখালীতে অজু করার সময় বিষধর সাপের কামড়ে এক শিক্ষিকা প্রাণ হারালেন।গতকাল শুক্রবার রাতে বাহারচরা ইউনিয়নের নিজ বাড়িতে নামাজের পুকুরঘাটে অজু করার সময় সাপের কামড় দেয় গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোতাহেরা বশিরউল্লাহ বাজার এলাকার মো, নুরুন্নবীর স্ত্রী এবং দীর্ঘদিন ধরে বাহারচরা আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষকতা করছিলেন। স্থানীয়রা জানান, ঘটনাটি দেখেই পরিবারের লোকজন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, কিন্তু অবস্থার অবনতি রোধ করা সম্ভব হয়নি।
বাহারচরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মাবুদ বলেন, “বিষধর সাপের কামড়ে একজন শিক্ষিকার মৃত্যু দুঃখজনক। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
আমাদের ঠিকানা।